Monthly Archives

December 2022

সাউথ-বাংলা-এগ্রিকালসার-এন্ড-কর্মাস-ব্যাংকের-এমডি-হাবিবুর-রহমানকে-ফুলেল-শুভেচ্ছা

By | CBS News

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কর্মাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসেনর নেতৃত্বে হাবিবুর রহমানের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে।

সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদ উল্লাহ ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা বাহা উদ্দিন নোমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইকবাল জহির এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

Video link সাউথ-বাংলা-এগ্রিকালসার-এন্ড-কর্মাস-ব্যাংকের-এমডি-হাবিবুর-রহমানকে-ফুলেল-শুভেচ্ছা

 

উল্লেখ্য হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করা হাবিবুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংকার্স আইবিবি এর ডিএআইবিবি ডিপ্লোমাধারী তিনি।

হাবিবুর রহমান ১৯৯৭ সালে এএনজেড গ্রীনলেজ ব্যাংকে মেনেইজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কর্মাস ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কর্মাসিয়য়াল ব্যাংক লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। ২৭ বছরেরও বেশী সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ব্যাংক ইন্দু সুয়েজ, টরেন্টো ডমিনিয়ন (টিডি), সিটি ব্যাংক লিমিটেড ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-সহ দেশী-বিদেশী বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য-সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবামুলক কাজে অংশগ্রহণ করেন।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির কুমিল্লা অঞ্চলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

By | CBS News

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র কুমিল্লা অঞ্চলের সদস্যদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরির হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন চৌধুরী এবং সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্বাবধানে, সমাজকল্যান সম্পাদক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেকের পরিচালনায় এবং সহ-সমাজকল্যান সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এফসিএ, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুলাহ-আল-কাফি মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান, সোস্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মোঃ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম, এবি ব্যাংকের অবসরপ্রাপ্ত এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ শামছুল ইসলাম ভূঞাঁ, এবং উত্তরা ব্যাংকের কর্মকর্তা নুর-ই-এলাহী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের এজিএম ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান, পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ রোড শাখার ব্যবস্থাপক কাজী কাজী রিয়াজ ওয়াহিদ ও মতলব শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ শাহেদ মিয়াজী, প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা মোঃ হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. কামরুজ্জামান ভূঁইয়া সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক এ. জে. এম বাহাউদ্দিন নোমান ও সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাইমিন শিহাব প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকির সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।