সত্য ও সুন্দরের পথে যারা প্রতিনিয়ত পথ চলেন দেশ ও জাতির কল্যানে যারা নিবেদিত তারাই আলোকিত এবং সময়ের সাহসি সন্তান। তেমনি এই চৌদ্দগ্রাম উপজেলাতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী ও ত্যাগী মানুষ, যারা দেশ বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, চাটার্ড একাউনট্যান্ট, আইনজীবী ও শিক্ষকসহ প্রভৃতি পেশায় নিয়োজিত নক্ষত্রের মতো উজ্জ্বল ব্যক্তিত্ব। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এমন অনেক নক্ষত্র আছেন যারা কুমিল্লা জেলার অন্যতম উপজেলা চৌদ্দগ্রামে জন্ম গ্রহণ করেছেন। যাদের কর্মের জন্য আমরা চৌদ্দগ্রামবাসি সব সময় গর্ববোধ করি। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে চৌদ্দগ্রামে জন্ম নেয়া নক্ষত্রের মতো আলোকিত এই মানুষদের সাথে পারষ্পরিক পরিচয় করানোর জন্য চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (CBS) কর্তৃক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ব্যাংকিং সেক্টরে কর্মরত চৌদ্দগ্রাম উপজেলার সকলকে নিয়ে। ঐক্য ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পারস্পারিক পরিচিতি, পেশাগত উন্নয়ন ও সহযোগিতার যোগসূত্র স্থাপন প্রতিষ্ঠাকল্পে এক পরিবার ভূক্ত থাকার প্রত্যয়ে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
(ক) সোসাইটির সকল সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, পেশাগত উন্নয়ন ও সহযোগিতার যোগসূত্র স্থাপন;
(খ) সোসাইটির সদস্যের কোন প্রকার আর্থিক সংকট কিংবা চাকুরী সংক্রান্ত অসুবিধা দেখা দিলে তাহা নিরসনের জন্য প্রচেষ্টা গ্রহণ;
(গ) সোসাইটির সদস্যদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের শিক্ষা গ্রহণ কিংবা চাকুরির ক্ষেত্রে সহায়তা প্রদান;
(ঘ) সোসাইটির সদস্যদের কিংবা তাহাদের আত্মীয় পরিজনদের সুচিকিৎসা লাভে সহায়তা প্রদান;
(ঙ) চৌদ্দগ্রামের তথা বাংলাদেশের সামাজিক সমস্যার সমাধানে সহযোগিতা প্রদানের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা;
(চ) সোসাইটির সদস্যদের পোষ্যদের মধ্যে মেধা ভিত্তিতে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা;
(ছ) সোসাইটির সদস্য ও তাদের পোষ্যদের বিশেষ সংবর্ধনা প্রদান;
(জ) অন্যান্য যে কোন সহযোগিতা ও উন্নয়ন;
(ছ) ইহা একটি সম্পুর্ণ অরাজনৈতিকসামাজিক উন্নয়ন ও সেবামুলকসংগঠন।