আমি খুবই আনন্দিত যে, কুমিল্লা জেলার অন্যতম উপজেলা চৌদ্দগ্রামের ব্যাংকে কর্মরত সকল নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সি বি এস ) প্রতিষ্ঠার জন্য। এই উপজেলার অনেক কৃতি সন্তান যারা ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ পদে থেকে দেশ তথা জনগনের সেবায় নিয়োজিত ছিলেন/ আছেন। এছাড়াও এই উপজেলার অনেক কৃতি সন্তান তাঁদের প্রসংশনীয় মেধা, অধ্যাবসায় ও যোগ্যতা দিয়ে দেশ বিদেশে নিজের এবং চৌদ্দগ্রামের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন। আশাকরি পূর্বসরীদের গৌরবময় কীর্তিগাঁথায় উজ্জীবিত হয়ে ভবিষ্যতে চৌদ্দগ্রামের কৃতি সন্তানেরা ব্যাংকিং পেশার পাশাপাশি অনান্য পেশায়ও দেশ, জাতি ও জনসেবায় প্রশংসনীয় ভূমিকা রাখবেন।
আমি নিজেও এই সোসাইটির সদস্য হতে পেরে গর্বিত এবং আলোকিত এই মানুষদের সাথে পরিচয় হতে পেরে অনেক আনন্দিত। এই সোসাইটি গঠন করে সবাইকে একত্রিত করার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চৌদ্দগ্রাম উপজেলার ব্যাংকে কর্মরত সকল নির্বাহী ও কর্মকর্তাদের সোসাইটির সাথে সম্পৃক্ত থেকে পরিচিতির ব্যাপ্তি ও হৃদ্যতাপূর্ণ কাজের অঙ্গীকার ব্যক্ত করে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সি বি এস) এর সদস্য হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। ভবিষ্যতের কর্ম উদ্দীপনায় চৌদ্দগ্রামের প্রিয় সংগঠনের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।মোঃ জাকির হোসেন চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরশেন (বাংলাদশে) লিমিটেড
নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংক উপদেষ্টা
চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি