কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির কৃতি সন্তান মঞ্জুরুর রহমান তৃতীয় বারের মত পূবালী ব্যাংকের পরিচালনা পর্যদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মাঈন উদ্দিন আহমেদ এর নেতৃত্বে চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এফসিএ, সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভুঁইয়া সংগঠনের সমন্বয়ক ও পুবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পুবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টি প্লান্টার ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করা জনাব রহমান বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। তিনি ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও রপ্তানীমুখী চা শিল্পে ৫৩ বছরেরও বেশী সময় নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে রেমা টি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি লাফার্জ হোলাসিম বাংলাদেশ লিমিটেডের সতন্ত্র পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানীজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন।
গত ৩১ মে পরিচালনা পর্ষদের ১৩৩৮তম সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।