চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা , এসবিএসি ব্যাংকের এএমডি পদে যোগদান করলেন হাবিবুর রহমান

By July 21, 2022CBS News

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কর্মাস ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া’র নেতৃত্বে হাবিবুর রহমানের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে।

সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদ উল্লাহ ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, উত্তরা ব্যাংকের কর্মকর্তা নুর-ই-এলাহি, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা বাহা উদ্দিন নোমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইকবাল জহির এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করা হাবিবুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংকার্স আইবিবি এর ডিএআইবিবি ডিপ্লোমাধারী তিনি।

হাবিবুর রহমান ১৯৯৭ সালে এএনজেড গ্রীনলেজ ব্যাংকে মেনেইজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কর্মাস ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কর্মাসিয়য়াল ব্যাংক লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। ২৭ বছরেরও বেশী সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ব্যাংক ইন্দু সুয়েজ, টরেন্টো ডমিনিয়ন (টিডি), সিটি ব্যাংক লিমিটেড ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-সহ দেশী-বিদেশী বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য-সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবামুলক কাজে অংশগ্রহণ করেন।