কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা বরাবরই শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাদপীঠ। এ জনপদের মানুষ সুদূর অতীতকাল থেকেই অগ্রসর চিন্তা চেতনার ধারক ও বাহক। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবীসহ অনেক গুণী ও কীর্তিমান ব্যক্তিত্ব জন্মেছেন এই জনপদে। এরই ধারাবাহিকতায় এখানে জন্ম নিয়েছেন অনেক আলোকিত ব্যাংকার যাদের অবদানে দেশ হয়েছে সমৃদ্ধ আর আমরা হয়েছি গর্বিত। জনসেবাসহ প্রশাসনিক, ব্যাংকিং ও রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রেও জাতীয়ভাবে এ উপজেলার কৃতি সন্তানদের রয়েছে ব্যাপক অবদান।
আলোকিত এই মানুষদের সাথে পরিচয় করানোর জন্য যারা চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (CBS) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেও এর সদস্য হতে পেরে গর্বিত। এই সোসাইটির সদস্যগণের সুসম্পর্ক ও হৃদ্যতার বন্ধন আরো সুদৃঢ় হোক এ শুভ কামনা করছি।মোঃ মাসুম পাটোয়ারী
নির্বাহী পরিচালক (অব:),
বাংলাদেশ ব্যাংক উপদেষ্টা
চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি