ঐতিহ্য ও প্রতিভায় দীপ্তমান চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা সংস্কৃতি ও
অর্থনীতিতে অগ্রসর জনপদ হিসেবে পরিচিত। চিন্তা চেতনা, কথা ও
কাজে, আদর্শ ও উদ্দিপনায় অভিন্ন সত্তার অধিকারী ব্যাংকিং সেক্টরে কর্মরত
এই উপজেলার সকল ব্যাংকারদের সমন্বয়ে গঠিত চৌদ্দগ্রাম ব্যাংকার্স
সোসাইটি (সি বি এস ) প্রসংশার দাবী রাখে।
ব্যাংকে কর্মরত চৌদ্দগ্রাম উপজেলার সকল ব্যাংকারকে সোসাইটির সাথে
সম্পৃক্ত থেকে পরিচিতির ব্যাপ্তি ও সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করে
চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সি বি এস) এর উজ্বল ভবিষ্যত গঠনে কাজ
করবেন এ আশাবাদ ব্যক্ত করছি।
মোঃ আবদুল্লাহ-আল-কাফি মজুমদার
এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক লিমিটেড
সাধারন সম্পাদক
চৌদ্দগ্রাম ব্যাংকার’স সোসাইটি (সি বি এস )