চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

By July 15, 2022CBS News

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার উপজেলার আলকরা, জগন্নাথদীঘী, চিওড়া, বাতিসা ও কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের নির্দেশনায়, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কাফি মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে বিভিন্নস্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্যাহ এফসিএ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল বাশার আলাল, জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, এক্সিম ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল কাশেম ও এনআরবিসিবি ব্যাংকের কর্মকর্তা মোঃ রুবেল হোসেন প্রমুখ।

কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টরে তথা বাংলাদেশের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগবৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।